আসসালামুয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ
যাদের পিসিতে Windows Activation মেসেজ চায় তাদের আর কষ্ট করতে হবে না। তারা..
http://brilliantshare.com/soft/wataeiop.zip লিংক থেকে সফটওয়ার টি ডাউনলোড করুন। ৪.৪ এম্বির মত হবে। পাসওয়ার্ড anzaq.com । এক্সট্রাক্ট করুন। সফটওয়্যার টি রান করান। দেখবেন লিখা আছে Remove WAT। ক্লিক করুন। ৩০ সেকেন্ড সময় নিবে। then পিসি একা একাই Restart নিবে। সমাধান হয়ে গেল। আপনি হাজার বছর কম্পিউটার চালালেও Windows Activation এর মেসেজ আসবে না(যদি নতুন করে Windows না দেন )
note: শুধুমাত্র Windows 7 এর জন্য। 8 এর জন্য খুজে দেখতে পারেন ।
কিন্তু এখন আপ্নি আমাকে প্রশ্ন করতে পারেন এর জন্য Windows Loader অর্থাৎ Activator তো আছেই। আমি কেন এটা ব্যাবহার করব ?????
এটার একটা বিশেষত্ত আছে । আপ্নি যখন Windows loader ইউজ করেন, তখন আপনি খেয়াল করে দেখবেন, আপনার System Properties এ সবার নিচের দিকে লিখা থাকে windows is Activated. But একটা নির্দিষ্ট সময় অর্থাৎ period দেয়া থাকে। ফলে নির্দিষ্ট সময় পর আবার এটা(Windows loader) ব্যবহার করতে হয়।
অপরপক্ষে, আমার দেয়া সফটওয়ার WAT Remover Tool ব্যবহার করলে windows Activation ঐ অংশটুকুই Delete হয়ে যাবে। ফলে হাজার বছর ধরে পিসি চালালেও genuine এর মেসেজ আর আসবে না ।
No comments:
Post a Comment