Breaking

Sunday, January 31, 2016

যেখান থেকে শেষ সেখান থেকে শুরু করে

  1. Success :

পাড়ার সবচেয়ে কালো ছিল যে ভাইয়াটি,যে কি না মাঝে মাঝেই নিজের ঘরে মুখ
লুকিয়ে কাঁদতো, সেই ভাইয়াটিকেই আজ
একটি সুন্দর ফুটফুটে আপুর পাশে দেখা যায়।
তারা আজ বিয়ে করেছেন।



2. Success :

রাগের কারণে যে ছেলেটি ছিল সবচেয়ে বিখ্যাত, পাড়ার যেকোন গন্ডগোলে যেই ছেলেটিকে ছুঁড়ি হাতে দৌঁড়াদৌঁড়ি করতে 
দেখা যেত, সেই
আজ মাথা ঠান্ডা রেখে পরিচালনা করে
পুরো একটি ব্রিগেড ফোর্স। কাঁধভর্তি
চকচকে স্টার আর জাতীয় প্রতীক শাপলা।
সে আজ সেনাবাহিনীর উচ্চপদস্থ একজন
কর্মকর্তা।

3. Success :

  স্কুলের সবচেয়ে সুন্দরী
মেয়েটার কাছে ছ্যাঁকা খেয়ে আজ আপনি
আত্মহত্যা করতে দৌঁড়াচ্ছেন, অথচ আপনি
জানেনই না সৃষ্টিকর্তা আপনার জন্য
ক্লাসের নয়, পুরো স্কুলের সবচেয়ে সুন্দরী
মেয়েটাকে সৃষ্টি করে রেখেছেন।

4. Success :

ক্লাস টেস্টে ফেল করে আপনি পড়ালেখাই বাদ দিতে চাইলেন, অথচ ভবিষ্যতে মেডিকেলের গেটটি আপনার পদধূলির জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে।
 
 ছোটখাটো ব্যর্থতা সবার জীবনেই থাকে, থাকবে। এই ব্যর্থতায় হতাশ হলে চলবে না।তাহলে দুঃখী মুখটাতে কখনোই হাসির ঝিলিক দেখা যাবে না। সবকিছুই একসময় বদলে
যাবে। আপনার হতাশাও একসময় রুপ নেবে প্রাণোচ্ছ্বল হাসিতে। কিন্তু দরকার একটু
ধৈর্য। হতাশার সময়টিতে শুধু এই একটি জিনিসই বদলে দিতে পারে আপনার পুরো জীবনকে। তাই মানসিকভাবে ভেঙ্গে না পড়ে একটু ধৈর্য ধরুন। . সৃষ্টিকর্তার উপর
বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন নিজের উপর। বিশ্বাস রাখুন এই কথাটির উপর— "হ্যাঁ,
আমি পারবই।তাহলেই হয়তো একদিন ক্লাসের সবচেয়ে শেষ রোলের ছেলেটিকেই দেখা যাবে বুয়েটের ক্লাসে বসে দাঁত কেলাতে আর সেই কেলানো দাঁতে সোনালী রোদ পড়ে আলোকিত হবে পুরো ক্লাস।

No comments:

Post a Comment